DRDO Rrecruitment 2023: একাধিক পদে নিয়োগ করবে DRDO, শিক্ষাগত যোগ্যতা জানুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 23, 2023 | 1:10 AM

DRDO: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন পর্যায়ে গবেষক নিয়োগ করবে। মোট ৫১টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে DRDO। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

DRDO Rrecruitment 2023: একাধিক পদে নিয়োগ করবে DRDO, শিক্ষাগত যোগ্যতা জানুন
একাধিক পদে নিয়োগ করবে ডিআরডিও।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) বিভিন্ন পর্যায়ে গবেষক নিয়োগ করবে। মোট ৫১টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে DRDO। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহী প্রার্থীরা DRDO RAC- এর অফশিয়াল ওয়েবসাইট rac.gov.in দেখতে পারেন।

শূন্যপদ

সায়েন্টিস্ট সি, ডি, ই ও এফ পর্যায়ে গবেষক নিয়োগ করা হবে। সায়েন্টিস্ট সি-র ২৭টি শূন্যপদ, সায়েন্টিস্ট ডি-র ৮টি শূন্যপদ, সায়েন্টিস্ট ই-র ১৪টি শূন্যপদ এবং সায়েন্টিস্ট এফ-এর ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন

বিভিন্ন পর্যায়ের গবেষকদের জন্য বেতনক্রম আলাদা। তবে ন্যূনতম ৬৭ হাজার থেকে সর্বোচ্চ ১, ৩১,১০০ টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।

বয়স

বিভিন্ন পর্যায়ের গবেষকদের জন্য বয়সসীমা আলাদা। সায়েন্টিস্ট সি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং বাকি পদগুলির জন্য সর্বোচ্চ বয়স ৫০ বছর।

আবেদন ফি

জেনারেল ও ওবিসি ক্যাটেগরি প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

আরও বিস্তারিত জানতে DRDO RAC- এর অফশিয়াল ওয়েবসাইট দেখুন।

Next Article