Railway Recruitment 2023: দশম পাশে পূর্ব-মধ্য রেলে একাধিক পদে নিয়োগ, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 22, 2023 | 2:24 AM

East Central Railway: পূর্ব-মধ্য রেলের কর্মী নিয়োগ করা হবে। মূলত, দশম পাশে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে পূর্ব-মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা এখনই আবেদন করুন।

Railway Recruitment 2023: দশম পাশে পূর্ব-মধ্য রেলে একাধিক পদে নিয়োগ, জানুন বিস্তারিত
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: পূর্ব-মধ্য রেলের (East Central Railway) কর্মী নিয়োগ করা হবে। মূলত, দশম পাশে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে পূর্ব-মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা ৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

শূন্যপদ

মোট ১৮৩২টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন ডিভইশন- দানাপুর ডিভিশন, ধানবাদ ডিভিশন, মুঘরলসরাই ডিভিশন, সমস্তিপুর ডিভিশন, মুঘলসরাই ডিভিশন, সমস্তিপুর ডিভিশনে বিভিন্ন ইউনিটে নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম পাশ অথবা সমতুল পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। এছাড়া আইটিআই পাশ করতে হবে।

বয়স

অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৪ বছর। সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণি এবং নির্দিষ্ট কিছু ক্যাটেগরির প্রার্থীদের বয়সে কিছুটা ছাড় রয়েছে।

আবেদন ফি

আবেদনকারীদের অনলাইনে আবেদন ফি ১০০ টাকা ধার্য হয়েছে। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে । এক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের কোনও আবেদন ফি লাগবে না।

কীভাবে আবেদন করবেন?

১) প্রথমে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ rrcer.gov.in – এ যান।
২) এবার রিক্রুটমেন্টে ক্লিক করুন এবং আবেদনপত্র পূরণ করুন।
৩) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৪) অনলাইনে আনেদন ফি জমা দিন।
৫) এবার আবেদনপত্রটি জমা করুন।

আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

Next Article