কলকাতা: রাজ্যে ফের কর্মসংস্থানের সুযোগ। সরকারি চাকরিপ্রার্থী যারা, তাদের জন্যই বড় ঘোষণা করল ইস্টার্ন রেলওয়ে। জানানো হল, ইস্টার্ন রেলওয়ের তরফে মোট ১৮টি পদে কর্মী নিয়োগ করা হবে। টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিয়োগ্রাফার, ইন্সপেক্টর, নার্সিং সুপারিন্টেন্ডেট সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা আগামী ২০ অক্টোবর অবধি এই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন। যারা এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে, তাদের কলকাতাতেই পোস্টিং হবে। দ্বাদশ শ্রেণি পাশ থেকে বিএসসি, নার্সিং ডিগ্রি যাদের রয়েছে, তারা এই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন। এই নিয়োগের সবথেকে বড় বিশেষত্ব হল, এর জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
ইস্টার্ন রেলওয়ের তরফে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, রেডিয়োগ্রাফার, হিমোডায়ালিসিস টেকনিশিয়ান, অপটোমেট্রিস সহ একাধিক পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ-
নার্লিং সুপারিন্টেন্ডেন্ট- মোট ১০টি শূন্যপদ রয়েছে।
হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর- মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ফার্মাসিস্ট- ১টি শূন্যপদ রয়েছে।
রেডিয়োগ্রাফার- মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
হিমোডায়ালিসিস টেকনিশিয়ান- মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অপটোমেট্রিস- ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়সসীমা-
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে কেন্দ্রের নিয়ম অনুযায়ী, বয়সসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।