নয়া দিল্লি: সরকারি চাকরি করার স্বপ্ন দেখেন? তবে আপনার জন্য রয়েছে ভাল খবর। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট engineersindia.com- এ গিয়ে আবেদন করতে পারেন।
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- মোট ২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং- মোট ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ আগামী ৫ মার্চ।
শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে বিই, বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে।