ESIC Recruitment 2023: মিলবে মোটা অঙ্কের বেতন, প্রকাশ হল ESIC-তে চাকরি পরীক্ষার তারিখ
ESIC Recruitment 2023: এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি-র দিচ্ছে চাকরির সুযোগ। গ্রুপ-সি প্যারামেডিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। ইএসআইসি-র তরফে এই শূন্যপদে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হল।
নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি-র দিচ্ছে চাকরির সুযোগ। গ্রুপ-সি প্যারামেডিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। ইএসআইসি-র তরফে এই শূন্যপদে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হল। আগামী ১০ ডিসেম্বর এই শূন্যপদে নিয়োগের পরীক্ষা হবে।
এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, গ্রুপ-সির প্য়ারামেডিক্যাল পদে কর্মী নিয়োগের পরীক্ষা হবে আগামী ১০ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা অবধি এই পরীক্ষা হবে।
বিস্তারিত তথ্য় জানতে ইএসআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.gov.in/recruitments – এ ক্লিক করতে পারেন।
কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
- প্রথমেই ইএসআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.gov.in/recruitments – এ ক্লিক করতে হবে।
- এরপর হোমপেজে গিয়ে অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করতে হবে।
- এবার লগ ইন ডিটেইল দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করুন।
- এরপরে ডাউনলোড অপশনটি আসবে।