ESIC Recruitment 2023: মিলবে মোটা অঙ্কের বেতন, প্রকাশ হল ESIC-তে চাকরি পরীক্ষার তারিখ
ESIC Recruitment 2023: এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি-র দিচ্ছে চাকরির সুযোগ। গ্রুপ-সি প্যারামেডিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। ইএসআইসি-র তরফে এই শূন্যপদে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হল।

ফাইল চিত্র
নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি-র দিচ্ছে চাকরির সুযোগ। গ্রুপ-সি প্যারামেডিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। ইএসআইসি-র তরফে এই শূন্যপদে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হল। আগামী ১০ ডিসেম্বর এই শূন্যপদে নিয়োগের পরীক্ষা হবে।
এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, গ্রুপ-সির প্য়ারামেডিক্যাল পদে কর্মী নিয়োগের পরীক্ষা হবে আগামী ১০ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা অবধি এই পরীক্ষা হবে।
বিস্তারিত তথ্য় জানতে ইএসআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.gov.in/recruitments – এ ক্লিক করতে পারেন।
কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
- প্রথমেই ইএসআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.gov.in/recruitments – এ ক্লিক করতে হবে।
- এরপর হোমপেজে গিয়ে অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করতে হবে।
- এবার লগ ইন ডিটেইল দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করুন।
- এরপরে ডাউনলোড অপশনটি আসবে।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
