কলকাতা: করোনা সঙ্কটের জেরে গত দু’বছরের বেশি সময় ধরে ধুঁকছে ভারতীয় অর্থনীতি (Indian Economy)। বেকারত্ব (Unemployment) বেড়েছে গোটা দেশেই। চাকরি (Jobs) পেতে দিশাহীন হয়ে পড়েছে যুব সম্প্রদায়। এদিকে খুব কম বয়সে চাকরি পাওয়া অনেকেরই স্বপ্ন থাকে। কিন্তু কোন বিষয়ে পড়াশোনা করলে হবে সেই স্বপ্ন পূরণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দিশাহীন হয়ে পড়েন অনেকে। কিন্তু একবার ভাবুন তো যদি ১৬ থেকে ১৯ বছরের মধ্যে পাওয়া যায় সরকারি চাকরি? তাহলে কত সহজেই বদলে যেত জীবন! কিন্তু পাবেন কী করে, তাই ভাবছেন তো? বর্তমানে দেশে এমন কিছু পরীক্ষা আছে যা দিলে এই বয়সীমার মধ্যে সহজেই পাওয়া যাবে সরকারি চাকরি। মিলতে পারে রাজ্য ও কেন্দ্র, দুই সরকারেরই চাকরি।
এই ক্ষেত্রে অবশ্যই শুরুতে নাম করতে হয় আর্মি অফিসারের চাকরির। এই পদে চাকরি করতে গেলে যে কোনও চাকরি প্রার্থীকে অনেক কম বয়সে ফর্ম ফিলাপ করতে হবে। সাধারণত সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ বয়সের মধ্যে কোনও চাকরি প্রার্থীর বয়স হলে তবেই কেউ এই চাকরির জন্য আবেদন করতে পারেন। আর্মির অফিসার পদে টেকনিক্যাল এন্ট্রি স্কিমে মূল চলে এই নিয়োগ প্রক্রিয়া। পরীক্ষায় উত্তীর্ন হলে ৫ বছরের ট্রেনি পিরিয়ডে থাকতে হবে প্রার্থীদের। বেতন ৫৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা পর্যন্ত।
অন্যদিকে অল্প বয়সে চাকরি মেলে উপকূল রক্ষী বাহিনী বা কোস্ট গার্ডেও। এখানে অবশ্য তিন ধরনের পদ রয়েছে। ‘নাবিক জিডি’, ‘নাবিক ডিবি’ ও ‘ইয়ান্ত্রিক’ পদের চাকরি। দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই তিন পদে চাকরির জন্য আবেদন করে সম্ভব। অন্যদিকে ১৬ বছর বয়সের সীমা বার করলেই আবেদন করা যায় ভারতীয় নৌসেনাতেও। সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ বছর বয়সসীমার মধ্যে ভারতীয় নৌসেনায় চলে বড় নিয়োগ প্রক্রিয়া। তবে এখানে চাকরি পেতে গেলে অবশ্যই ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমী বা এনডিএ-র পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। একইভাবে অল্প বয়সে চাকরি পাওয়া যায় বায়ু সেনাতেও। তবে প্রতিক্ষেত্রেই সাধারণ পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষাতেও চাকরি প্রার্থীদের পাশ করা বাধ্যতামূলক।