Government Jobs : রূপশ্রী প্রকল্পের অধীনে ‘ডেটা এন্ট্রির’ জন্য কর্মী নিয়োগ, বেতন ১১ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 28, 2022 | 1:57 PM

Government Jobs : রূপশ্রী প্রকল্পের অধীনে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। ১৫ জুলাই আবেদনের শেষ তারিখ।

Government Jobs : রূপশ্রী প্রকল্পের অধীনে ডেটা এন্ট্রির জন্য কর্মী নিয়োগ, বেতন ১১ হাজার টাকা
গ্রাফিক্স : অভিজিৎ বিশ্বাস

Follow Us

রাজ্য়েই সরকারি চাকরির বড় সুযোগ। রাজ্যে রূপশ্রী প্রকল্পের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরিপ্রার্থীরা শীঘ্রই করুন আবেদন। শূন্য়পদের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

ডাটা এন্ট্রি অপারেটর

মোট শূন্যপদ :

৪ টি পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ১ টি UR EC এর জন্য, ১ টি ST, ১ টি OBC A ও SC E ক্যাটাগরির প্রার্থীর জন্য ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক হতে হবে। যেকোনও শাখায় স্নাতক হলেই হবে। এর পাশাপাশি কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা :

২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী, প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, SC/ ST প্রার্থীদের ৫ বছরের ছাড় রয়েছে। OBC প্রার্থীদের জন্য রয়েছে ৩ বছর ছাড়।

বেতন :

প্রতি মাসে বেতন মিলবে ১১ হাজার টাকা।

পদের নাম :

হিসাব রক্ষক (Accountant)

মোট শূন্যপদ :

১ টি শূন্যপদেই নিয়োগ করা হবে। SC ক্যাটাগিরর প্রার্থীর জন্যই এই শূন্যপদ সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা :

বাণিজ্যিক বিভাগে স্নাতক হতে হবে।

বয়সসীমা :

২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারী প্রার্থীর বয়স ৪০ বছর থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে।

বেতন :

প্রতি মাসে ১৫ হাজার টাকা

আবেদন পদ্ধতি :

অফলাইনেই করা যাবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

Rupashree Cell, Office of the District Magistrate, Jhargram

আবেদনের শেষ দিন :

১৫ জুলাই অবধি করা যাবে আবেদন।

আবেদনপত্রের জন্য ক্লিক করুন 

Next Article