উচ্চ মাধ্যমিক পাশেই রাজ্য সরকারে চাকরি মিলতে পারে। আনন্দধারা প্রকল্পের আওতায় রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০১২ সালে আনন্দধারা প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মূল লক্ষ্যই ছিল স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলা। এবার সেই প্রকল্পের আওতায় নতুন নিয়োগ করা হবে রাজ্যে।
পদের নাম :
কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্য়তা :
উচ্চ মাধ্যমিক বা সমতুল্য় কোনও পরীক্ষায় পাশেই করলেই করা যাবে আবেদন। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। আবেদনকারীকে কমপক্ষে তিন বছরের পুরনো আনন্দধারা প্রকল্পের আওতায় গঠিত স্বনির্ভর দলের সদস্য হতে হবে। এবং তার সদস্য হওয়ার তথ্য গণ কোড এন আর এল এম এর ডাটা বেসে থাকতে হবে।
গণিত ও ব্যবসার বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। বাংলা বা স্থানীয় ভাষায় লেখা ও কথা বলার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে। স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের Word ও Excel-র বিষয়ে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা :
২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি :
চাকরি প্রার্থীকে অফলাইনেই আবেদনপত্র পাঠাতে হবে। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার স্থল :
জামবনি ব্লকের আনন্দধারা কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র :
নিয়োগ পদ্ধতি :
লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
নিয়োগ স্থল :
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের জন্য এই নিয়োগ করা হচ্ছে। চাকরিপ্রার্থীকে জামবনি ব্লকের অন্তর্গত নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের শেষ তারিখ :
৩০ জুন বিকেল ৪ টে অবধি আবেদনপত্র জমা করা যাবে।
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন