Group C Recruitment : স্বাস্থ্য দফতরে গ্রুপ সি চাকরির সুযোগ, এই আবেদন করা যাবে…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 04, 2022 | 9:45 AM

Group C : মুর্শিদাবাদের স্বাস্থ্য দফতরে গ্রুপ সি পদে নিয়োগ শুরু হয়েছে। ৮ জুলাই অবধি করা যাবে আবেদন। সব মিলিয়ে মোট ১৬ টি পদে নিয়োগ করা হবে।

Group C Recruitment :  স্বাস্থ্য দফতরে গ্রুপ সি চাকরির সুযোগ, এই আবেদন করা যাবে...
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যে কর্ম সংস্থানের আবারও দিশা খুলে গেল তাঁদের সামনে। স্বাস্থ্য় দফতরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

পদের নাম :

ল্য়াবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ :

৮ টি। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৫ টি, ST দের জন্য ১ টি ও SC দের জন্য ২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করতে হবে। এবং সংশ্লিষ্ট দফতরে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :

১ জানুয়ারী অনুযায়ী আবেদনকারীর বয়স ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :

প্রতি মাসে বেতন ২২ হাজার টাকা

নিয়োগ পদ্ধতি :

কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীকে বেছে নেওয়া হবে।

পদের নাম :

ব্লক ডেটা ম্যানেজার

মোট শূন্যপদ :

৮ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ৫ টি অসংরক্ষিতদের জন্য, একটি ST ও একটি পদ SC এর জন্য রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনও শাখায় স্নাতক পাস করতে হবে। এর সঙ্গে এক বছরের কম্পিউটার অ্য়াপ্লিকেশনে ডিগ্রি থাকতে হবে। এই পদের জন্য সংশ্লিষ্ট কাজে সরকারি দফতরে ৩ বছর ও বেসরকারি কোনও দফতরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :

১ জানুয়ারী অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :

প্রতি মাসে মিলবে ২২ হাজার টাকা

নিয়োগ পদ্ধতি :

কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি :

অফলাইনেই নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

District Health and Family Welfare Samity & Office of the Chief Medical Officer of Health, Murshidabad

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ :

৮ জুলাই অবধি করা যাবে আবেদন।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

Next Article