আহমেদাবাদ: গুজরাট মেট্রো রেলে একাধিক পদে নিয়োগ করা হবে। গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (GMRCL) এই নিয়োগ করবে। রেলের উচ্চপদে এই সব নিয়োগ হবে। স্বাভাবিক ভাবে কেবল মাত্র কাজের অভিজ্ঞতা যাঁদের আছে। তাঁরাই আবেদন করতে পারবেন। জেনারাল ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডিশনাল জেনারাল ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়র পদের জন্য মোট ৮২ জনকে নিয়োগ করা হবে। এই পদের জন্য বেতন দেওয়া হবে লক্ষাধিক টাকা। ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। সেখানে এই পদের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। গুজরাট মেট্রো রেল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে এই সব পদের জন্য আবেদন করতে হবে। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। কবে, কোথায়, কখন সেই ইন্টারভিউ হবে, তা বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে বাছাই হওয়া প্রার্থীদের।
আবেদনের সময় বেশ কিছু নথি জমা দিতে হবে অনলাইনে। তবে এই সব নথির হার্ডকপি কোথাও পাঠাতে হবে না। ১৭ নভেম্বর পর্যন্ত এই সব পদের জন্য আবেদন করা যাবে। লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।