Health Department Recruitment: শুধু ইন্টারভিউ দিয়ে স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 24, 2022 | 12:47 PM

Bengal Jobs, Recruitment 2022, West Bengal jobs, এবার স্বাস্থ্য দফতরে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Health Department Recruitment: শুধু ইন্টারভিউ দিয়ে স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন
প্রতীকী চিত্র

Follow Us

বেশ কয়েকদিন ধরেই করোনার কারণে সরকারি বিভিন্ন শূন্যপদে নিয়োগ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন সরকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে। এবার স্বাস্থ্য দফতরে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ভবনে নিয়োগ করা হবে। আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, এক নজরে দেখে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: অঙ্ক, পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করা যাবে। সঙ্গে কম্পিউটার জানা বাধ্যতামূলক। এছাড়াও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব মিলিয়ে ৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: এই পদে মাসিক ১৭ হাজার টাকা বেতন পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। ৪ অগস্ট সকাল ১১টার মধ্যে যাবতীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে।

নিয়োগ পদ্ধতি: শিক্ষাগত যোগত্যা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের স্থান: Office Of The Chief Medical Officer of Health, Jhargram, Zilla Swasthya Bhawan, Hospital Compound

আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Next Article