Health Officer Recruitment : রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমেই স্বাস্থ্য আধিকারিক নিয়োগ, বেতন মাসিক ৬২ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 27, 2022 | 1:40 PM

Health Officer Recruitment : কান্দি পৌরসভায় স্বাস্থ্য আধিকারিকের নিয়োগ করা হবে। মাস গেলে বেতন মিলবে ৬২ হাজার টাকা।

Health Officer Recruitment : রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমেই স্বাস্থ্য আধিকারিক নিয়োগ, বেতন মাসিক ৬২ হাজার টাকা
প্রতীকী ছবি

Follow Us

কান্দি পৌরসভা (Kandi Municipality)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুর্শিদাবাদে স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করবেন জেনে নিন-

নিয়োগকারী সংস্থা :

কান্দি পৌরসভা (Kandi Municipality)

পদের নাম :

স্বাস্থ্য আধিকারিক (Health Officer) পদে নিয়োগ করা হচ্ছে

শূন্যপদ :

১ টি পদে নিয়োগ করা হচ্ছে।

কর্মস্থল :

মুর্শিদাবাদ

বয়সসীমা :

২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন মূ্ল্য :

কোনও আবেদন ফি লাগবে না এই পদে আবেদনের জন্য।

নির্বাচনের পদ্ধতি :

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে

আবেদনের পদ্ধতি :

অফলাইনেই করতে হবে আবেদন। প্রার্থীকে প্রয়োজনীয় নথিপত্র অ্যাটেস্ট করে আবেদনপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

কান্দি পৌরসভা কার্যালয়, মুর্শিদাবাদ – পশ্চিমবঙ্গ (Kandi Municipality Office, Murshidabad- West Bengal)

আবেদনের শেষ দিন :

৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

ইন্টারভিউয়ের দিন :

৭ জুলাই অবধি করা যাবে আবেদন

ইন্টারভিউয়ের স্থান :

কান্দি পৌরসভার বিল্ডিং- চেয়ারম্যানের চেম্বার, মুর্শিদাবাদ-পশ্চিমবঙ্গ

বেতন : 

মাস গেলে মিলবে ৬২ হাজার টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট : murshidabad.gov.in

আবেদনপত্র পেতে ক্লিক করুন

Next Article