Higher Education Options: বিজ্ঞান নিয়ে স্নাতক হয়েছেন? সামনে কী কী কোর্স নিয়ে পড়ার সুযোগ আছে, জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 24, 2022 | 8:30 AM

Higher Education Options: এমন অনেক পড়ুয়াও রয়েছেন, যারা স্নাতক স্তর পার করার পর কী নিয়ে পড়বেন, তা নিয়ে সংশয়ে ভোগেন। যারা স্নাতক স্তরে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তাদের সামনে উচ্চশিক্ষার জন্য রয়েছে একাধিক শাখা।

Higher Education Options: বিজ্ঞান নিয়ে স্নাতক হয়েছেন? সামনে কী কী কোর্স নিয়ে পড়ার সুযোগ আছে, জেনে নিন...
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: আগে স্নাতক হলেই, তাকে উচ্চশিক্ষিত বলে মনে করা হত। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একাধিক ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। শিক্ষাক্ষেত্রেও খুলে গিয়েছে একাধিক আঙিনা। এখন স্নাতক স্তর পার করার পরও উচ্চশিক্ষার জন্য অনেকেই বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিচ্ছেন। কিন্তু এমন অনেক পড়ুয়াও রয়েছেন, যারা স্নাতক স্তর পার করার পর কী নিয়ে পড়বেন, তা নিয়ে সংশয়ে ভোগেন। যারা স্নাতক স্তরে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তাদের সামনে উচ্চশিক্ষার জন্য রয়েছে একাধিক শাখা।

বিজ্ঞান নিয়ে যারা স্নাতক হয়েছেন, তারা এই নিম্নলিখিত শাখা নিয়ে পড়াশোনা করতে পারেন-

১. মাস্টার্স অব সায়েন্স (এমএস/ এমএসসি)

২. মাস্টার্স অব টেকনোলজি (এমটেক)

৩. মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং (এমইঞ্জিনিয়ারিং)

৪. মাস্টার্স অব কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ)

৫. মাস্টার্স অব কম্পিউটার সায়েন্স

৬. পিজি ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিক্স

যারা প্যারামেডিক্যাল নিয়ে উচ্চশিক্ষার পথে এগোতে চান, তারা নিম্নলিখিত শাখাগুলি নিয়ে পড়াশোনা করতে পারেন-

১. পিজি ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট

২. পিজি ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন

৩. মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্টেশন

৪. ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং কোর্স

৫. মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স

৬. রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং কোর্স

Next Article