নয়া দিল্লি: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-তে একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে। উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই নিয়োগ হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট ৬৭৭টি নিয়োগ হবে। আগামী ১৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট mha.gov.in- এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
শূন্যপদ
ইন্টেলিজেন্স ব্যুরোতে মোট ৬৭৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে সিকিউরিটি অ্যাসিসট্যান্ট, মোটর ট্রান্সপোর্টে ৩৬২টি এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে ৩১৫টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা
প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর’ এবং সর্বোচ্চ ২৭ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে।
আবেদন ফি
সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের জন্য আবেদন ফি ৫০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট mha.gov.in-এ যেতে হবে।
২) হোমপেজে গিয়ে IB অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর নতুন ওয়েব পেজ খুললে লগ-ইন করে রেজিস্টার করুন
৪) এরপর অ্যাপ্লিকেশন ফর্ম আসবে এবং সেটি পূরণ করতে হবে।
৫) আবেদনপত্র পূরণের পর ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৬) এরপর অনলাইনে আবেদন ফি জমা দিন।
৭) এবার আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিন।