বড় খবর, এই তারিখেই হবে ICSE ও ISC-র ফল প্রকাশ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 04, 2024 | 2:17 PM

ICSE-ISC Result: রেজাল্ট জানতে আইসিএসই ও আইএসসি-র পরীক্ষার্থীদের ইউনিক আইডি, রোল নম্বর, জন্ম তারিখ দিতে হবে। উল্লেখিত লিঙ্কে গিয়ে ইউনিক আইডি ও রোল নম্বর দিয়ে লগ ইন করলেই রেজাল্ট চলে আসবে সামনে।

বড় খবর, এই তারিখেই হবে ICSE ও ISC-র ফল প্রকাশ
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

অর্ণব মিত্র: মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। এবার আইসিএসই (ICSE), আইএসসি(ISC)-র ফল প্রকাশের পালা। আগামী ৮ মে থেকে ১০ মে-র মধ্যেই প্রকাশ হতে চলেছে আইসিএসই ও আইএসসি-র রেজাল্ট। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের এক শীর্ষ আধিকারিক এমনটাই জানিয়েছেন নিউজ ৯-কে।

সিআইএসসিই-র শীর্ষ আধিকারিক বলেন, “১০ মে-র মধ্যে আইসিএসই ও আইএসসি-র ফল প্রকাশ হবে। আইসিএসই, আইএসসি-র রেজাল্ট তৈরি করতে আরও দুই-তিনদিন সময় লাগবে। আগামী ৮ থেকে ১০ মে-র মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে।”

কীভাবে রেজাল্ট দেখবেন?

পরীক্ষার্থীরা সরাসরি cisce.org, cisceresult.in, results,cisce.org – এই তিনটি ওয়েবসাইট থেকে আইসিএসই ও আইএসসি-র রেজাল্ট দেখতে পারবে।

রেজাল্ট জানতে আইসিএসই ও আইএসসি-র পরীক্ষার্থীদের ইউনিক আইডি, রোল নম্বর, জন্ম তারিখ দিতে হবে। উল্লেখিত লিঙ্কে গিয়ে ইউনিক আইডি ও রোল নম্বর দিয়ে লগ ইন করলেই রেজাল্ট চলে আসবে সামনে।

এছাড়া ডিজিলকার অ্যাপের মাধ্যমে এবং 9248082883 নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখা যাবে।

Next Article