IDBI Recruitment 2022: ৩১ হাজার টাকা থেকে বেতন শুরু, প্রায় ১৬০০ শূন্যপদে নিয়োগ চলছে IDBI-এ, কীভাবে আবেদন করবেন জানুন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 03, 2022 | 12:22 PM

IDBI Recruitment 2022: আইডিবিআই-র তরফে জানানো হয়েছে, গোটা দেশজুড়েই এই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং আগামী জুলাই মাসেই অনলাইনে নিয়োগ পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। ৩ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগামী ১৭ জুন অবধি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে।

IDBI Recruitment 2022: ৩১ হাজার টাকা থেকে বেতন শুরু, প্রায় ১৬০০ শূন্যপদে নিয়োগ চলছে IDBI-এ, কীভাবে আবেদন করবেন জানুন...
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। ধীরে ধীরে খুলছে কর্মসংস্থানের একাধিক পথ। স্নাতক স্তর পার করার পর অনেকেই চান ব্যাঙ্কে চাকরি করতে। তাদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আইডিবিআইয়ের তরফে এক্সেকিউটিভ ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। আগামিকাল থেকে এই শূন্যপদগুলিতে আবেদন করা যাবে। আগামী জুলাই মাস অবধি এই নিয়োগ প্রক্রিয়া চলবে। কীভাবে আবেদন করবেন, জেনে নিন-

আইডিবিআই-র তরফে জানানো হয়েছে, গোটা দেশজুড়েই এই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং আগামী জুলাই মাসেই অনলাইনে নিয়োগ পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। ৩ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগামী ১৭ জুন অবধি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। এক্সেকিউটিভ পদে মোট ১০৪৪ জনকে নিয়োগ করা হবে এবং ‘গ্রেড এ’ অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদে ৫০০ জনকে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ দিনগুলি জেনে নিন-

অনলাইন রেজিস্ট্রেশন শুরুর দিন- ৩ জুন, ২০২২

অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন- ১৭ জুন, ২০২২।

পরীক্ষার দিন- ৯ জুলাই, ২০২২

শূন্যপদের সংখ্যা-

এক্সেকিউটিভ পদ- মোট শূন্যপদের সংখ্যা ১০৪৪। এরমধ্যে সাধারণ শ্রেণিতে ৪১৮ জন, জনজাতি-১৭৫, উপজাতি-৭৯, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি- ১০৪, শারীরিকভাবে অক্ষমদের জন্য মোট ৪১টি পদ ধার্য করা হয়েছে।

অ্যাসিস্টেন্ট ম্যানেজার- মোট ৫০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এরমধ্যে সাধারণ শ্রেণির জন্য ২০০, জনজাতি- ১২১, উপজাতি-২৮, ওবিসি-১০১,  আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি-৫০ ও  শারীরিকভাবে অক্ষমদের জন্য ২০টি পদ ধার্য করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

এক্সেকিউটিভ ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতেই হবে। তবে যারা ডিপ্লোমা করেছেন, তারা এই পদে আবেদন করতে পারবেন না।

বয়সসীমা-

এক্সেকিউটিভ (চুক্তিভিত্তিক) – আবেদনকারীদের বয়স অবশ্যই ২০ থেকে ২৫ বছর হতে হবে।

অ্যাসিস্টেন্ট ম্যানেজার- আবেদনকারীর বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্য়ে হতে হবে।

বেতন-

এই শূন্য়পদগুলিতে যাদের নিয়োগ করা হবে, তাদের প্রথম বর্ষে বেতন ২৯ হাজার টাকা হবে।

দ্বিতীয় বছরে ৩১ হাজার টাকা এবং তৃতীয় বছর থেকে ৩৪ হাজার টাকা বেতন হবে।

Next Article