IISER recruitment 2022: আজই শেষ তারিখ, কেন্দ্রের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মী পদে নিয়োগ, আবেদন করে ফেলুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 25, 2022 | 1:00 AM

এই পদে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। যদিও আবদেনকারীরা আবেদনপত্রের প্রিন্ট আউট সহ অন্যান্য তথ্য ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে পারবেন।

IISER recruitment 2022: আজই শেষ তারিখ, কেন্দ্রের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মী পদে নিয়োগ, আবেদন করে ফেলুন
ছবি: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএসইআর ভোপালে কর্মী নিয়োগ করা হবে। অশিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। যদিও আবদেনকারীরা আবেদনপত্রের প্রিন্ট আউট সহ অন্যান্য তথ্য ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে পারবেন। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আইআইএসইআর এর অফিসিয়াল ওয়েবসাইট www.iiserb.ac.in থেকে আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সব মিলিয়ে ৭৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে www.iiserb.ac.in ওয়েবসাইটে চলে যেতে হবে।

এবার হোমপেজে Non teaching ট্যাবে ক্লিক করতে হবে।

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্র জমা দিয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

ফর্ম জমা দেওয়ার পর আবেদনকারী ফর্মের হার্ড কপি এবং প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: Room No 108, First Floor, Plasma Building Indian Institute of Science Education and Research Bhopal Bhopal By-Pass Road, Bhauri, Bhopal 462 066 Madhya Pradesh,

ইমেলেও পাঠানো যেতে পারে আবেদনপত্র। ইমেল পাঠানোর ঠিকানা: “Recruitment Cell” recruitmentcell@iiserb.ac.in.

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article