IIT Kanpur Placement: ৮৯৮ পড়ুয়ার চাকরি নিশ্চিত, গড় বেতন ২৬ লক্ষ টাকারও বেশি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 23, 2023 | 8:45 AM

কানপুর আইআইটি-তে এখনও পর্যন্ত ৯৮৯ জন পড়ুয়া পেয়েছেন চাকরির অফার। তার মধ্যে ২২ জন পেয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে চাকরির সুযোগ। প্লেসমেন্ট সেশনের প্রথম পর্যায়েই অধিকাংশ পড়ুয়া চাকরি পেয়েছেন বলে জানা গিয়েছে। এই যে সব পড়ুয়া চাকরি পেয়েছেন, তাঁদের গড় বেতন ২৬.২৭ লক্ষ টাকা।

IIT Kanpur Placement: ৮৯৮ পড়ুয়ার চাকরি নিশ্চিত, গড় বেতন ২৬ লক্ষ টাকারও বেশি
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

কানপুর: ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, কানপুরের প্রচুর পড়ুয়া পেল উচ্চ বেতনের চাকরি। কানপুর আইআইটি-তে এখনও পর্যন্ত ৯৮৯ জন পড়ুয়া পেয়েছেন চাকরির অফার। তার মধ্যে ২২ জন পেয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে চাকরির সুযোগ। প্লেসমেন্ট সেশনের প্রথম পর্যায়েই অধিকাংশ পড়ুয়া চাকরি পেয়েছেন বলে জানা গিয়েছে। এই যে সব পড়ুয়া চাকরি পেয়েছেন, তাঁদের গড় বেতন ২৬.২৭ লক্ষ টাকা।

এই চাকরির বিষয়ে কানপুর আইআইটি-র ডিরেক্টর এস গণেশ বলেছেন, “পড়ুয়াদের চাকরির জন্য স্টুডেন্ট প্লেসমেন্ট অফিস লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছে। এ জন্য প্লেসমেন্ট সেশনের প্রথম ধাপেই এত পড়ুয়া চাকরি পেয়েছেন।” তিনি জানিয়েছেন, মাইক্রোসফ্ট, রিলায়েন্স, গোল্ডম্যান সাচ, ম্যাকিনসে, টেক্সাস ইনস্ট্রুমেন্ট, কুয়ালকম, ডয়েশ্চ ব্যাঙ্গ, টাটা প্রোজেক্টস, ইন্টেল, বাজাজ অটো, টাটা স্টিলের মতো সংস্থা ক্যাম্পাস ড্রাইভ চালিয়েছে কানপুর আইআইটি-তে।

এত সংখ্যক পড়ুয়ার চাকরি নিশ্চিত হলেও ক্যাম্পাস ড্রাইভ এখনও শেষ হয়নি আইআইটি কানপুরে। সেখানকার প্লেসমেন্ট অফিসার রাজু কুমার গুপ্তা জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে আরও অনেক সংস্থা নিয়োগ করতে আসবে দেশের প্রথম সারির এই শিক্ষাপ্রতিষ্ঠানে। সে সময়ে আরও অনেক পড়ুয়া চাকরি পাবেন। দীর্ঘ দিন ধরেই এই সব সংস্থার সঙ্গে নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

Next Article