নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মসংস্থানের দারুণ সুযোগ দিচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank)। কেন্দ্রীয় সরকারের জনসংযোগ বিভাগের অধীনে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আইপিপিবি-র তরফে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্য়ানেজার, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্য়ানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্য়পদে আবেদনের জন্য আইপিপিবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ম্য়ানেজার, সিনিয়র ম্যানেজার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়া পোস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য় প্রার্থীদের বেছে নেওয়া হবে।
ম্য়ানেজার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বয়সসীমা ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সিনিয়র ম্যানেজার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
চিফ ম্যানেজার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বয়স ২৯ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
অ্য়াসিস্টেন্ট জেনারেল ম্য়ানেজার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বয়স ৩২ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বয়স ৩৫ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের ন্যূনতম বেতন হবে ৩৭ হাজার টাকা। সর্বোচ্চ ৩ লক্ষ ৭০ হাজার টাকা অবধি বেতন মিলতে পারে।
এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এছাড়া আইআইটি, এনআইটি বা এমবিএ ডিগ্রি রয়েছে, তাদের অগ্রগণতা দেওয়া হবে।
এই শূন্য়পদে আবেদন করতে যারা আগ্রহী, তাদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে।