Indian Air Force Recruitment : ৫৬ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন, বায়ুসেনায় এত বড় চাকরির সুযোগ হাতছাড়া করবেন না

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 03, 2022 | 8:45 AM

Indian Air Force Recruitment : ভারতীয় বায়ুসেনার চাকরির বড় সুযোগ। ৩০ জুন অবধি করা যাবে আবেদন। বেতন ৫৬,১০০ থেকে ১,১০,৭০০ টাকা।

Indian Air Force Recruitment : ৫৬ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন, বায়ুসেনায় এত বড় চাকরির সুযোগ হাতছাড়া করবেন না
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

দেশের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে বড় হয় অনেকেই। তাঁদের স্বপ্ন পূরণ হতে চলেছে এইবার। ভারতীয় বায়ুসেনাতে রয়েছে চাকরির বড় সুযোগ। সরকারি চাকরি হওয়ায় আর্থিক নিরাপত্তা থেকেই যায়। ফলে চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ২৭০ টিরও বেশি পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ :

AFCAT এন্ট্রি (Air Force Common Admission Test) 02/2022 – ২৭০ টি

NCC স্পেশ্যাল এন্ট্রি – ১৩ টি

আবহাওয়াবিদ্যা এন্ট্রি – CDSE এর ১০ % আসন PC-র জন্য এবং AFCAT-এর শূন্যপদের ১০% আসন SSC-র জন্য

শিক্ষাগত যোগ্যতা :

AFCAT এন্ট্রির মধ্যে ফ্লাইংয়ের ক্ষেত্রে ১০+২ স্তরে ভৌত বিজ্ঞান ও অঙ্ক থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক হলেই হবে। বিই বা বি.টেক করলেও করা যাবে আবেদন।

টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটির জন্য ১০+২ স্তরে ভৌত বিজ্ঞান ও অঙ্কে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যায় অন্তত চার বছরের স্নাতক বা ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রি থাকতে হবে।

NCC স্পেশ্যাল এন্ট্রির মধ্যে ফ্লাইংয়ের ক্ষেত্রে NCC এয়্য়ার উইং সিনিয়র ডিভিশন ‘C’ সার্টিফিকেট থাকতে হবে।

আবহাওয়াবিদ্যা এন্ট্রির ক্ষেত্রে কোনও বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে।

বয়সসীমা :

মোটামুটিভাবে সবকটি নিয়োগের ক্ষেত্রেই বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে পদের ভিত্তিতে এই বয়স কিছুটা হেরফের হতে পারে। বিস্তারিত বয়সসীমা জানুন –

আবেদন মূল্য :

AFCAT এন্ট্রির জন্য আবেদনমূল্য ২৫০ টাকা।

NCC স্পেশ্যাল এন্ট্রি ও আবহাওয়াবিদ্যায় এন্ট্রির ক্ষেত্রে কোনও আবেদন মূল্য লাগবে না।

বেতন :

লেভেল ১০ এর জন্য ৫৬,১০০- ১,১০,৭০০

আবেদনের শেষ তারিখ :

৩০ জুন অবধি আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

Next Article