নয়া দিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে চাকরির দারুণ সুযোগ। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। মোট ৬৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর।
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসের মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৬৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ৬৫টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি amcsscentry.gov.in- ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
এমবিবিএস ও পিজি ডিপ্লোমাপ্রাপ্ত আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসসীমা ৩০ বছর এবং পিজি ডিগ্রিপ্রাপ্তদের ক্ষেত্রে ৩৫ বছর সর্বোচ্চ বয়সসীমা ধার্য করা হয়েছে।
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন আনুমানিক ৮৫ হাজার টাকা হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য় আগ্রহী আবেদনকারীদের ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদনকারীরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য় প্রার্থীদের বেছে নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল এগজামিনেশনও হবে।