নয়া দিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে কাজের সুযোগ। শুরু হল অগ্নিবীরের অধীনে নিয়োগ প্রক্রিয়া। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in- এ গিয়ে আবেদন করতে পারেন। ৮ ফেব্রুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর অধীনে অগ্নিবীর প্রকল্পে জেনারেল ডিউটি পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী এপ্রিল মাসে এই শূন্যপদের নিয়োগ পরীক্ষা হতে পারে। যারা কমন এন্ট্রাস পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের ফিজিক্যাল ও মেডিক্যাল টেস্টও দিতে হবে।
ইতিমধ্যেই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২১ মার্চ।
এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
অগ্নিবীর প্রকল্পের অধীনে যারা জেনারেল ডিউটি পদে আবেদন করবেন, তাদের ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে। ট্রেডসম্যান পদে যারা আবেদন করবেন, তাদের ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের ২১ হাজার টাকা বেতন দেওয়া হবে। চার বছরের পরিষেবার পর অবসরের সময় সেবা নিধি প্রকল্পে কর্মীরা ১০ লক্ষ ৪ হাজার টাকা পাবেন।
প্রথমেই ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in- এ ক্লিক করতে হবে।
এবার হোমপেজে অগ্নিবীর অ্যাপ্লাই/লগইন অপশনে ক্লিক করতে হবে।
এরপরে নিজের নাম রেজিস্টার করতে হবে।
আবেদন ফি জমা দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে।