Indian Navy: ভারতীয় নৌসেনাতে অগ্নিবীর নিয়োগ, অনলাইনে শুরু আবেদন প্রক্রিয়া

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 25, 2022 | 7:03 PM

Recruitment 2022: বেশ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে গোটা দেশে বিক্ষোভ হলেও অগ্নিবীর নিয়োগ থেকে কোনওভাবেই পিছিয়ে আসেনি কেন্দ্রীয় সরকার।

Indian Navy: ভারতীয় নৌসেনাতে অগ্নিবীর নিয়োগ, অনলাইনে শুরু আবেদন প্রক্রিয়া
ছবি: ফাইল চিত্র

Follow Us

বেশ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে গোটা দেশে বিক্ষোভ হলেও অগ্নিবীর নিয়োগ থেকে কোনওভাবেই পিছিয়ে আসেনি কেন্দ্রীয় সরকার। ভারতীয় নৌসেনা বাহিনীতে অগ্নিবীর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টুয়ার্ড, শেফ ও হাইজিনিস্টের মতো বিভিন্ন পদে অগ্নিবীর হিসেবে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ২০০টি শূন্যপদ রয়েছে। ২৫ জুলাই থেকে ৩০ জুলাই অবধি এই পদে আবেদন করা যাবে। পুরুষ, মহিলা নির্বিশেষে এই পদে নিয়োগ করা হবে। যে কোনও ভারতীয় নাগরিকের নিম্নলিখিত যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। শারীরিক যোগ্যতা নিয়োগের অন্যতম বড় মাপকাঠি।

বয়স: আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ ডিসেম্বর ১৯৯৯ থেকে ৩১ মে ২০০৫ এর মধ্যে হতে হবে।

বেতন: প্রথম বছর মাসিক ৩০ হাজার, দ্বিতীয় বছর মাসিক ৩৩ হাজার এবং তৃতীয় বছর মাসে ৩৬ হাজার ৫০০ টাকা বেতন মিলবে। চতুর্থ বছর মাসে ৪০ হাজার টাকা বেতন মিলবে।

আবেদন পদ্ধতি: সরকারি ওয়েবসাইটে গিয়ে সরাসরি এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রার্থী বৈধ ইমেল ও ফোন নম্বর থাকতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও নিয়োগ পদ্ধতি জানতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article