নয়া দিল্লি: দেশের জন্য সেবা করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতীয় নৌসেনা দিচ্ছে কর্মসংস্থানের সুযোগ। ভারতীয় নৌসেনার তরফে সম্প্রতিই একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নৌসেনার তরফে জানানো হয়েছে, শর্ট সার্ভিস কমিশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্য়েই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৪ মে। আগ্রহী আবেদনকারীরা ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in- তে গিয়ে আবেদন করতে পারেন।
ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, মোট ২৪২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে এগজেকিউটিভ শাখায় ১৫০টি শূন্যপদে, এডিকেশন শাখায় ১২টি শূন্যপদে ও টেকনিক্যাল শাখায় ৮০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জেনারেল সার্ভিস- ৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলার- ১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নেভাল এয়ার অপারেশন অফিসার- ২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পাইলট- মোট ২৫টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
লজিস্টিক-মোট ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নেভাব আর্মামেন্ট ইন্সপেক্টরেচ ক্যাডার- মোট ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এডুকেশন- ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস)- মোট ২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইলেকট্রিকাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস)- ৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে।
আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আগ্রহী আবেদনকারীরা ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in- এ গিয়ে আবেদন করতে পারেন।