Job in Railway: ২৫ হাজারের ওপর বেতন, রেলের চাকরির ইন্টারভিউ অক্টোবরেই

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 18, 2022 | 8:14 AM

Job in Railway: একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। নির্দিষ্ট কিছু নথি সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে।

Job in Railway: ২৫ হাজারের ওপর বেতন, রেলের চাকরির ইন্টারভিউ অক্টোবরেই
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: ভারতের রেল বিভাগে বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেন বহু মানুষ। এবার ফের চাকরির বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল। রেলের স্কুলে নিয়োগ করা হবে বলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করা হবে। আগামী ৪ অক্টোবর রয়েছে ইন্টারভিউ। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে যেতে হবে সেখানে। রেলের ভুসাওয়াল ডিভিশনের জন্য এই নিয়োগ চলছে।

চুক্তিভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। যাঁরা চাকরির ইন্টারভিউ দিতে চান, তাঁদের বেশ কিছু নথিপত্র নিয়ে যেতে হবে সঙ্গে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্ম শংসাপত্র, জাতি শংসাপত্র রাখতে হবে।

রেলের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইন্টারভিউ-র জন্য অন্তত দুদিন ভুসাওয়ালে থাকতে হবে চাকরি প্রার্থীকে। সেরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে। রেলের তরফে নিয়োগ সংক্রান্ত যা যা প্রক্রিয়া রয়েছে, তা সম্পন্ন করতে হবে। ওই দুদিন থাকার জন্য কোনও খরচ দেওয়া হবে না, তবে খাওয়ার খরচ দেওয়া হবে।

স্নাতকোত্তর প্রার্থী নিয়োগ করা হবে, এমন শূন্যপদের সংখ্যা ৫। অঙ্ক, রসায়ন, ইংরেজি, হিন্দি- এই বিষয়গুলোতে নিয়োগ করা হবে।

স্নাতক প্রার্থীর জন্য শূন্যপদের সংখ্যা ৮। কলা ও বিজ্ঞান বিভাগের জন্য নিয়োগ করা হবে।

প্রাথমিকের জন্য শূন্যপদের সংখ্যা ৯। বিষয়গুলি হল, শরীরচর্চা, গান, হাতের কাজ, ইংরেজি, অঙ্ক ও মারাঠি।

চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি বিএড পাশ হতে হবে।

স্নাতকোত্তর প্রার্থীদের বেতন হবে ২৭ হাজার ৫০০ টাকা। স্নাতক প্রার্থীদের বেতন হবে ২৬ হাজার ২৫০ টাকা। আর প্রাথমিকের ক্ষেত্রে বেতন হবে ২১ হাজার ২৫০ টাকা।

Next Article