প্রচুর তরুণ-তরুণী বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন সংস্থা তথা টেক জায়েন্ট গুগলে চাকরি করার স্বপ্ন দেখেন। চাকরির সুযোগ না মিললের গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে একটি ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তবে আগামী বছর করা যাবে এই ইন্টার্নশিপ। ২০২৩ সালে জানুয়ারি মাসে উইন্টার ইন্টার্নশিপ ও মে-জুন মাসে সামার ইন্টার্নশিপে আবেদন করা যাবে। যে কোনও ভারতীয় পড়ুয়ারা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই। ইন্টার্নশিপের জন্য যাদের নিয়োগ করা হবে তাদের মাসিক স্ট্রাইপেন্ডও দেওয়া হবে বলেই জানা গিয়েছে। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতাই বা কী এক নজরে দেখে নেওয়া যাক…
সময়সীমা: গুগলের উইন্টার ইন্টার্নশিপ ২২ থেকে ২৪ সপ্তাহ চলবে। ১০ থেকে ১২ সপ্তাহ সামার ইন্টার্নশিপ চলবে। মাসিক কত স্ট্রাইপেন্ড মিলবে, সে কথা এখনও বলা হয়নি।
ইন্টার্নশিপের স্থান: বেঙ্গালুরু ও হায়দরাবাদ
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি করা থাকলে আবেদন করা যাবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কোডিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও C, C++, Java, JavaScript, Python-এর মতো সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে কথা বলতে জানাও বাধ্যতামূলক
আবেদন পদ্ধতি: আবেদনপ্রার্থীরা অনলাইনে গিয়ে আবেদন করতে পারবেন। অফলাইন টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করুন।