IRCTC Recruitment: ট্যুরিজম মনিটর পদে চাকরি IRCTC-তে, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে লোভনীয় বেতন

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Updated on: Mar 24, 2023 | 9:30 AM

IRCTC Recruitment: ট্যুরিজম মনিটর পদে নিয়োগ করছে IRCTC। ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।

IRCTC Recruitment: ট্যুরিজম মনিটর পদে চাকরি IRCTC-তে, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে লোভনীয় বেতন
প্রতীকী ছবি

Follow us on

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে সুবর্ণ সুযোগ। চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা। ট্যুরিজম মনিটর পদে নিয়োগ করছে ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং অ্য়ান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation)। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ICTC। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন এখানে-

নিয়োগকারী সংস্থা:

ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং অ্য়ান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation)

পদের নাম:

ট্যুরিজম মনিটর (Tourism Monitors) পদে নিয়োগ করা হবে।

শূন্য়পদের সংখ্যা:

৮ টি পদের জন্য নিয়োগ করা হবে।

নিয়োগস্থল:

অসমের গুয়াহাটি, বিহারের পটনা এবং পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

IRCTC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা:

আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদনমূল্য:

কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে

ইন্টারভিউ স্থল:

Hotel Polo Floatel 9, Jetty, 10 Strand Road, B.B.D. Bagh, Kol: 700001

বেতন:

মাসিক বেতন ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা।

ইন্টারভিউস্থল:

৬ এপ্রিল ইন্টারভিউ নেওয়া হবে

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla