ইন্ডিয়ান রিনিউএবেল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সি লিমিটেড বা আইআরইডিএতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। সব মিলিয়ে জিএম, এজিএম এবং অন্যান্য ২১টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা www.ireda.in-তে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন ফি: আগ্রহীরা সাধারণ ও ওবিসি চাকরিপ্রার্থীদের ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বেলায় কোনও আবেদন ফি লাগবে না।
শূন্যপদ: ২১টি শূন্যপদ পূরণের জন্য এই নিয়োগ অভিযান পরিচালনা করা হচ্ছে যার মধ্যে ৫টি শূন্যপদ জেনারেল ম্যানেজার পদের জন্য, ২টি শূন্যপদ চিফ ম্যানেজার পদের জন্য, ৩টি শূন্যপদ অতিরিক্ত চিফ ম্যানেজার পদের জন্য, ৪টি শূন্যপদ হল অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদের জন্য। উপ-মহাব্যবস্থাপক, সিনিয়র ম্যানেজার পদের জন্য ৭টি শূন্যপদ রয়েছে।
আবেদন পদ্ধতি
সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.ireda.in -এ গিয়ে প্রথমে যেতে হবে।
সেখানে গিয়ে Career-এ ক্লিক করতে হবে।
এবার apply link-এ ক্লিক করতে হবে।
যথাযথভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি জমা দিয়ে ফর্ম ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।