ISRO Jobs: ISRO-এ চাকরির স্বপ্নপূরণ হবে এবার, এইভাবে করুন আবেদন

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 13, 2024 | 6:00 AM

ISRO Jobs: ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্টেন্টের মতো শূন্যপদে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা ও প্রসেসিং ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। লিখিত পরীক্ষায় যারা বসবেন, কেবল তাদেরই প্রসেসিং ফি বাবদ নেওয়া টাকা ফেরত দেওয়া হবে। 

ISRO Jobs: ISRO-এ চাকরির স্বপ্নপূরণ হবে এবার, এইভাবে করুন আবেদন
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: মহাকাশ গবেষণায় এগিয়ে যাচ্ছে ভারত। ২০২৩ সালেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ইসরোর তৈরি চন্দ্রযান-৩। মহাকাশ অভিযানে এই সাফল্যের পর মহাকাশ গবেষণা নিয়ে আগ্রহ আরও বেড়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। গবেষক, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট, লাইব্রেরি সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট   www.isro.gov.in– এ গিয়ে আবেদন জানাতে পারেন।

ইসরোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২২৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ-

সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার- মোট ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট- মোট ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট- মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

লাইব্রেরি অ্যাসিস্টেন্ট- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

টেকনিশিয়ান/ড্রাউটসম্যান- মোট ১৪২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ফায়ারম্যান- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কুক- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

লাইট ভেহিকেল ড্রাইভার- ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

হেভি ভেহিকেল ড্রাইভার- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন ফি-

ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্টেন্টের মতো শূন্যপদে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা ও প্রসেসিং ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। লিখিত পরীক্ষায় যারা বসবেন, কেবল তাদেরই প্রসেসিং ফি বাবদ নেওয়া টাকা ফেরত দেওয়া হবে।

অন্যদিকে, টেকনিশিয়ান, ড্রাউটসম্যান, কুক, ফায়ারম্যান ও চালক পদে যারা আবেদন করবেন, তাদের ১০০ টাকা আবেদন ফি ও ৫০০ টাকা দিতে হবে।

আবেদন পদ্ধতি-

প্রথমেই ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট www.isro.gov.in– এ ক্লিক করতে হবে।

এবার হোমপেজে কেরিয়ার ট্য়াবে ক্লিক করতে হবে।

পরের ধাপে কোন শূন্যপদে আবেদন করতে চান, সেটিতে ক্লিক করুন।

এবার নতুন একটি পেজ খুলে যাবে। আবেদন ফর্ম পূরণ করুন।

প্রয়োজনীয় নথি আপলোড করুন।

আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্র জমা হয়ে যাবে।

Next Article