কলকাতা: কর্মসংস্থানের অভাব দেশের সর্বত্র। শিক্ষিত যুবক-যুবতীদের অনেকের পর্যাপ্ত শিক্ষাগত যোগত্যা থাকলেও তাদের অনেকেরই সম্মানজনক চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা দেখা দেয়। তাই অনেকেই বেসরকারি চাকরির খোঁজার পাশাপাশি অনেকেই সরকারি চাকরিরও প্রস্তুতি নেন। করোনা পরিস্থিতিতে ছোটখাটো সংস্থায় কর্মরত অনেকেই চাকরি খুইয়েছেন। কিন্তু এমন অনেক বহুজাতিক সংস্থা রয়েছে, যেখানে চাকরি করলে অনেকটাই নিশ্চয়তা রয়েছে। টাটা, রিলায়েন্সের মতো দেশের নামজাদা সংস্থাগুলিতে চাকরি করলে চাকরি হারানোর সম্ভাবনাও যেমন কম থাকে তেমনই ভাল বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাও মেলে। টাটা কনসাল্টেনসি সার্ভিসেস (Tata Consultancy Services) বা টিসিএসের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই বহুজাতিক সংস্থায় নিয়োগ চলছে। ইঞ্জিনিয়ারিং পাশ না হলেও এই পদের জন্য আবেদন করা যাবে। টিসিএস এটলাস হায়ারিংয়ের আওতায় এই নিয়োগ হবে।
টিসিএস এটলাস হায়ারিংয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
যে সব চাকরি প্রার্থীরা অঙ্ক, স্ট্যাটিসটিক, অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর পাশ করেছেন তার এর আওতায় চাকরির জন্য আবেদন করতে পারেন। তবে মাথায় রাখতে হবে আবেদনকারীদের ২০২০, ২০২১ ও ২০২২ সালে স্নাতকোত্তর পাশ হতে হবে।
কীভাবে এই পদের জন্য আবেদন করবেন?
আরও পড়ুন NIT Durgapur Recruitment 2022: ১০৬টি পদে নিয়োগ চলছে NIT দুর্গাপুরে, কীভাবে আবেদন করবেন, জেনে নিন…