ITBP Recruitment 2022: মাধ্যমিক পাস হলেই চাকরি, ITBP-তে কনস্টেবল পদে কর্মী নিয়োগ শুরু হবে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 05, 2022 | 9:00 AM

২৩ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বরের ২২ তারিখ অবধি আবেদন প্রক্রিয়া চলবে। সব মিলিয়ে ২৮৭টি শূন্যপদ রয়েছে এবং সেইগুলিতে নিয়োগ করা হবে।

ITBP Recruitment 2022: মাধ্যমিক পাস হলেই চাকরি, ITBP-তে কনস্টেবল পদে কর্মী নিয়োগ শুরু হবে
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর। ইন্দো তিব্বত বর্ডার পুলিশ বা আইবিপিএসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল, ট্রেডসম্যান পদের জন্য নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। আগ্রহী ও ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আইটিবিপির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে বলে জানা গিয়েছে। ২৩ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বরের ২২ তারিখ অবধি আবেদন প্রক্রিয়া চলবে। সব মিলিয়ে ২৮৭টি শূন্যপদ রয়েছে এবং সেইগুলিতে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি লাগবে। সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

বিস্তারিত শূন্যপদ

কনস্টেবল (দর্জি): ১৮টি পদ
কনস্টেবল (মালী): ১৬টি পদ
কনস্টেবল (মুচি): ৩১টি পদ
কনস্টেবল (সাফাই কর্মচারি): ৭৮টি পদ
কনস্টেবল (ওয়াশারম্যান): ৮৯টি পদ
কনস্টেবল (নাপিত): ৫৫টি পদ

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাসরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮ থেকে ২৩ বছর বয়সীরা এই পদে আবেদন করতে পারবেন। বিশেষ কিছু পদের জন্য আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।

নিয়োগ পদ্ধতি

শারীরিক মাপজোঁক ও শারীরিক সক্ষমতা, এছাড়াও লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এর পাশাপাশি ট্রেড টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।

আবেদন পদ্ধতি

ওফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে।

এবার হোমপেজে যথাযথ লিঙ্কে ক্লিক করতে আবেদন করতে হবে।

যাবতীয় তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

আবেদন ফি জমা দেওয়ার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্ম প্রিন্টআউট করে রাখতে হবে।

Next Article