ITBP Recruitment 2022: দ্বাদশ শ্রেনি পাশ করেই যোগ দিন আইটিবিপি-তে! আজই শুরু আবেদন প্রক্রিয়া

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 08, 2022 | 12:55 PM

ITBP Head Constable Recruitment 2022: মহিলা ও পুরুষদের জন্য আইটিবিপির হেড কনস্টেবলের (কমব্যাট্যান্ট মিনিস্ট্রিয়াল) ২৪৮টি শূন্যপদে অস্থায়ীভিত্তিতে (যা ভবিষ্যতে স্থায়ী হতে পারে) নিয়োগ। নির্বাচিতদের ভারতে কিংবা বিদেশে মোতায়েন করা হতে পারে।

ITBP Recruitment 2022: দ্বাদশ শ্রেনি পাশ করেই যোগ দিন আইটিবিপি-তে! আজই শুরু আবেদন প্রক্রিয়া
(ছবি সৌজন্য - আইটিবিপি)

Follow Us

নয়া দিল্লি: ভারতের ৭টি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর অন্যতম হল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী বা আইটিবিপি। লাদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচল প্রদেশের ডিফু লা পর্যন্ত এক বিরাট অংশের সীমান্ত রক্ষার দায়িত্ব আইটিবিপির জওয়ানদেরই। যার মধ্যে রয়েছে ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ অতি গুরুত্বপূর্ণ ভারত-চিন সীমান্ত। এই গর্বের বাহিনীতেই সরাসরি হেড কনস্টেবল (কমব্যাট্যান্ট মিনিস্ট্রিয়াল) পদে যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। মোট ২৪৮টি শূন্যপদ পূরণের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্রের আহ্বান জানিয়েছে আইটিবিপি।

চাকরির বিবরণ

মহিলা ও পুরুষদের জন্য আইটিবিপির হেড কনস্টেবল (কমব্যাট্যান্ট মিনিস্ট্রিয়াল) পদে অস্থায়ীভিত্তিতে (যা ভবিষ্যতে স্থায়ী হতে পারে) নিয়োগ। নির্বাচিতদের ভারতে কিংবা বিদেশে মোতায়েন করা হতে পারে।

পদের নাম

হেড কনস্টেবল (কমব্যাট্যান্ট মিনিস্ট্রিয়াল)

শূন্যপদ

মোট ২৪৮ টি শূন্যপদের মধ্যে ৯০ টি সংরক্ষিত আইটিবিপি-তে কর্মরতদের জন্য। বাকি ১৫৮টি পদে সরাসরি নিয়োগ করা হবে। এর মধ্যে ১৩৫টি পদ পুরুষদের জন্য এবং ২৩টি পদ রয়েছে মহিলাদের জন্য।

বয়স সীমা

জেনারেল ক্যাটেগরির আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে এসসি, এসটি ক্যাটেগরির জন্য পাঁচ বছর করে এবং ওবিসি ক্যাটেগরির জন্য তিন বছরের ছাড় আছে।

শিক্ষাগত যোগ্যতা

ভারতে যে কোনও স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি প্রতি মিনিটে ৩৫ ইংরেজি শব্দের গতিতে টাইপিং বা প্রতি মিনিটে ৩০ হিন্দি শব্দের গতিতে টাইপিং করতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা

পুরুষ: ১৬৫ সেমি

মহিলা: ১৫৫ সেমি

তফসিলি উপজাতি, উত্তরপূর্বের রাজ্যগুলির বাসিন্দাদের এবং গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরাদের  ক্ষেত্রে –

পুরুষ: ১৬২.৫ সেমি

মহিলা: ১৫০ সেমি

ছাতি (শুধুমাত্র পুরুষদের, অন্তত ৫ সেমি ছাতি ফোলাতেই হবে)

জেনারেল ক্যাটেগরি, উত্তরপূর্বের রাজ্যগুলির বাসিন্দাদের এবং গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরাদের  ক্ষেত্রে – 

না ফুলিয়ে: ৭৭ সেমি

ফুলিয়ে: ৮২ সেমি

তফসিলি উপজাতিদের ক্ষেত্রে – 

না ফুলিয়ে: ৭৭ সেমি

ফুলিয়ে: ৮২ সেমি

বেতন

কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের পে ম্যাট্রিক্স অনুযায়ী লেভেল-৪, অর্থাৎ, প্রতি মাসে ২৫,৫০০-৮১,১০০।

বাছাই প্রক্রিয়া

শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক মান পরীক্ষা, লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, নথি যাচাইকরণ, মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদনের মূল্য

জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদনের মূল্য ১০০ টাকা। এসসি, এসটি এবং মহিলা ক্যাটেগরির প্রার্থীদের কোনও আবেদনের মূল্য দিতে হবে না।

আবেদনের মাধ্যম

অনলাইন

আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ

৮ জুন, ২০২২

আবেদনের শেষ তারিখ

৭ জুলাই ২০২২

বিশদ জানতে ক্লিক করুন

Next Article