JEE Advanced Exam 2023: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার রেসপন্স শিট

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 10, 2023 | 7:30 AM

Response Sheet: ইতিমধ্যেই এই পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। পেপার ১ ও পেপার ২ দুটি প্রশ্নপত্রই ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ১১ জুন অ্যাডভান্সড পরীক্ষার সম্ভাব্য উত্তরপত্রে প্রকাশিত হবে।

JEE Advanced Exam 2023: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার রেসপন্স শিট
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার রেসপন্স শিট প্রকাশিত হল। আইআইটি গুয়াহাটি এই রেসপন্স শিট প্রকাশ করেছে শুক্রবার। যে সব পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় বসেছিলেন তাঁরা এই লিঙ্কে ক্লিক করে রেসপন্স শিট ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তা ডাউনলোড করতে হবে। ৪ জুন হয়েছিল এ বছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা। সেই পরীক্ষার্থীরা নিজেদের উত্তর যাচাই করে নিতে পারবেন এই রেসপন্স শিট ডাউনলোড করে।

ইতিমধ্যেই এই পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। পেপার ১ ও পেপার ২ দুটি প্রশ্নপত্রই ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ১১ জুন অ্যাডভান্সড পরীক্ষার সম্ভাব্য উত্তরপত্রে প্রকাশিত হবে। সেই সম্ভাব্য উত্তরপত্রের বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন পরীক্ষার্থীরা। ১৮ জুন ফাইনাল উত্তরপত্র প্রকাশিত হবে ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার।

কী ভাবে ডাউনলোড করবেন রেসপন্স শিট-

  • jeeadv.ac.in ওয়েবসাইটে যান
  • ওই ওয়েবসাইটের হোমপেজে রয়েছে রেসপন্স শিট ডাউনলোডের লিঙ্ক
  • সেখানে ক্লিক করলে একটি নতুন উইন্ডো।
  • সেই উইন্ডোতে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
  • তার পর ডাউনলোড করা যাবে রেসপন্স শিট।
Next Article