কলকাতা : রেলের চাকরি মানেই মোটা টাকার বেতন। এ ধারণা নিয়েই রেলের কোনও নিয়োগের দিকে আমতা ওত পেতে থাকি। এবার সেই অপেক্ষার অবসান শেষ। খাস কলকাতায় রেলের শূন্যপদ তৈরি হয়েছে। প্রায় ৩ হাজার পদে করা হবে নিয়োগ। এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন।
পদের নাম :
অ্যাক্ট অ্যাপ্রেনটিস
শূন্যপদ :
সব মিলিয়ে মোট ২৯৭২ টি পদে নিয়োগ হবে। এর মধ্যে রেলের বিভিন্ন শাখায় সেই পদ বণ্টন করা হয়েছে।
হাওড়া শাখা – ৬৫৯ টি
মালদা শাখা – ১৩৮ টি
আসানসোল শাখা – ৪১২ টি
কাঁচড়াপাড়া ওয়ার্কশপ – ১৮৭ টি
লিলুয়া ওয়ার্কশপ – ৬১২ টি
জামালপুর ওয়ার্কশপ – ৬৬৭ টি
শিক্ষাগত যোগ্যতা :
চাকরি প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা তার সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। নির্দিষ্ট ট্রেডে ITI করতে হবে।
বয়সসীমা :
২০২২ সালের এপ্রিলের ২০ তারিখ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের খরচ :
সাধারণ, OBC বা EWS দের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ১০০ টাকা দিতে হবে। SC/ST/PWD বা মহিলাদের কোনও ফি লাগবে না।
আবেদনের তারিখ :
আবেদন করার শেষ তারিখ ২০ মে।
www.er.indianrailways.gov.in এখানে গিয়ে আবেদন করুন।