Jobs in Bank of Baroda : Bank of Baroda-তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 24, 2022 | 8:15 AM

Jobs in Bank of Baroda : ব্যাঙ্ক অব বরোদাতে একাধিক শূন্য পদে করা হবে নিয়োগ। আবেদনের শেষ তারিখ ১২ জুলাই। কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন।

Jobs in Bank of Baroda : Bank of Baroda-তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ...
ফাইল চিত্র

Follow Us

ব্যাঙ্কের চাকরির পরীক্ষার জন্য যেসব প্রার্থী অপেক্ষা করে থাকেন তাঁদের জন্য সুখবর। ব্যাঙ্ক অব বরোদাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। একাধিক বিভিন্ন পদে করা হবে নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার মহিলা ও পুরুষ সকলেই করতে পারবেন আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

রিলেশনশিপ ম্যানেজার

মোট শূন্যপদ :

৭৫ টি

বয়স :

২০২২ সালের ১ জুন অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

ফিন্যান্স নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করা থাকলেই করা যাবে আবেদন। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা থাকলেও আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ১০ বছরের সরকারি/বেসরকারি/বিদেশি ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :

কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট

মোট শূন্যপদ :

১০০ টি

বয়স :

২০২২ সালের ১ জুন অনুযায়ী আবেদনকারীর বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

ফিন্যান্স নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করা থাকলেই করা যাবে আবেদন। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা থাকলেও আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ৫ বছরের সরকারি/বেসরকারি/বিদেশি ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :

ক্রেডিট অ্যানালিস্ট

মোট শূন্যপদ :

১০০ টি

বয়স :

২০২২ সালের ১ জুন অনুযায়ী আবেদনকারীর বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

ফিন্যান্স নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করা থাকলেই করা যাবে আবেদন। এছাড়াও ডিপ্লোমা কোর্স করা থাকলে বা CA/CMA/CS/CFA কোর্স করা থাকলে আবেদন করা যাবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ৫ বছরের সরকারি/বেসরকারি/বিদেশি ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :

কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট

মোট শূন্যপদ :

৫০ টি

বয়স :

২০২২ সালের ১ জুন অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনও শাখায় স্নাতক ও CA কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগস্থল :

ভারতের মধ্যে ব্যাঙ্ক অব বরোদার যেকোনও অফিস বা শাখাতে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি :

অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি :

কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন।

আবেদন ফি :

জেনারেল/ ওবিসি / EWS প্রার্থীদের জন্য ৬০০ টাকা। অন্যান্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ :

১২ জুলাই, ২০২২

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Article