Jobs in West Bengal: এই কোর্সগুলি করলে স্কুল পাশ করেই মিলতে পারে ভালো বেতনের চাকরি, কীভাবে হবেন ভর্তি?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

May 07, 2022 | 7:15 AM

Jobs in West Bengal: আর নেই চিন্তা! এই কোর্সগুলি করলে মাধ্যমিকের পরেই পেয়ে যেতে পারেন ভালো বেতনের চাকরি। কীভাবে হবেন ভর্তি? জেনে নিন বিশদে।

Jobs in West Bengal: এই কোর্সগুলি করলে স্কুল পাশ করেই  মিলতে পারে ভালো বেতনের চাকরি, কীভাবে হবেন ভর্তি?
ছবি - এই কোর্সে পড়লে মাধ্যমিকের পরেই মিলবে বড় চাকরির সুযোগ

Follow Us

কলকাতা: করোনা মন্দার জেরে বিগত কয়েক বছরে গোটা দেশেই বেকারত্বের হার অনেকটাই বেড়ে গিয়েছে। উচ্চাশিক্ষা করেও মিলছে না চাকরি। হতাশায় ঢুবছে যুব সমাজ। কিন্তু আপনি কী জানেন মাধ্যমিকের পর কয়েকটি পেশাদার কোর্সে ভর্তি হলে সহজেই মিলতে পারে ভালো বেতনের চাকরি? শুনতে অবাক লাগলেও মাধ্যমিক পাশের কয়েকটি ভোকেশনাল/ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই চাকরি পাওয়ার রাস্তাটা হতে পারে আরও মসৃণ।

ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজি

আমাদের দেশ তথা রাজ্য়ে অনেকেই আছেন যাঁরা অর্থাভাব হোক বা পারিবারিক সমস্যার কারণে মাধ্যমিকের পর আর তাঁদের পড়াশোনা চালিয়ে যান না। তাঁদের সহজে চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ধরনের কোর্সগুলি বিশেষ উপকারে আসতে পারে। এই তালিকায় সবার আগে যে কোর্সটির নাম করতে হয় সেটি অবশ্যই ‘ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজি’। বর্তমানে দেশীয় বাজারে বস্ত্র শিল্পের চাকরির সুযোগ রোজই নতুন নতুন করে বাড়ছে। সেখানে তিন বছরের এ এই কোর্স করলে সহজেই মিলতে পারে চাকরি।

ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

মাধ্যমিকের পর সহজে চাকরি পাওয়ার রাস্তা আরও প্রশস্ত করতে পারে ‘ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ কোর্সটিও। এই কোর্স করে রাখলে সরকারি বিদ্যুৎ সংস্থায় চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও বড় চাকরির সুযোগ থাকছে। পাশাপাশি ভবিষ্যতে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুলতে পারেন নিজের ব্যবসাও। এই কোর্সটিরও মেয়াদ তিন বছর।

ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে

আধুনিক কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে গোটা দেশে হোটেল ম্যানেজমেন্ট পড়া পড়ুয়াদের চাহিদা ক্রমেই বাড়ছে। তৈরি হচ্ছে নতুন চাকরির সুযোগ। তাই মাধ্যমিক পাশের পর কোনও সরকারি ভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স করে রাখলে সহজেই মিলতে পারে চাকরির সুযোগ। শুধু দেশ নয়, চকারির সুযোগ মিলতে পারে বিদেশেও। ২ বছরেই শেষ করা যায় এই কোর্সের পড়াশোনা।

ডিপ্লোমা ইন ফ্যাশন টেকনোলজি

সময় যত বয়ে চলেছে ততই নিত্যনতুন সাজে নিজেকে মেলে ধরতে চাইছে সাধারণ মানুষ। বদলাচ্ছে তাঁর রুচি, তাঁর খাদ্যাভ্যাস, তার পোশাকও। এই সময়ে দাঁড়িয়ে ফ্যাশন টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করলে মাধ্যমিকের পর সগজেই যে কেউ পেয়ে যেতে পারেন চাকরি। তবে এই ক্ষেত্রে নিজের মননে খানিক সৃজনশীলতার জায়গা থাকা আবশ্যক। এই কোর্সটিরও মেয়াদ ৩ বছর।

Next Article