Junior Technician Recruitment : জুনিয়র টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, মাস গেলে বেতন হাজার হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 10, 2022 | 8:30 AM

Junior Technician Recruitment : রাজ্যে জুনিয়র টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

Junior Technician Recruitment : জুনিয়র টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, মাস গেলে বেতন হাজার হাজার টাকা
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।

Follow Us

লক্ষ্মী পুজোর পরই লক্ষ্মীলাভের আশা। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের তরফে জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের যেকোনও নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনও প্রান্তের চাকরিপ্রার্থীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician) পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ :

মোট ৮৫ টি পদের জন্য হচ্ছে নিয়োগ।

কোন কোন ক্ষেত্রে করা হচ্ছে নিয়োগ :

টেকনিক্যাল, কন্ট্রোল, টেক সাপোর্ট, ডিজাইন, মেশিন শপ, ইলেকট্রিক্যাল, স্টোর, সিএসডি ট্রেডে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

কন্ট্রোল ট্রেডে আবেদনের জন্য প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা করতে হবে প্রার্থীদের। অন্যান্য বাকি পদগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বয়সসীমা :

এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন :

উক্ত ট্রেডে মাস গেলে বেতন মিলবে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।

আবেদন পদ্ধতি :

অনলাইনেই করা যাবে আবেদন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার পর করতে হবে আবেদন।

আবেদন ফি :

জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের আবেদন মূল্য বাবদ দিতে হবে ৬০০ টাকা। তফসিলি জনজাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের দিতে হবে ২০০ টাকা করে।

আবেদনের শেষ তারিখ :

৮ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

নিয়োগ পদ্ধতি :

অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

নিয়োগ স্থল :

পশ্চিমবঙ্গের কলকাতা, তেলঙ্গানার হায়দরাবাদ, মহারাষ্ট্রের মুম্বই সহ বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন 

 

Next Article