কানপুর: ISRO-এর চন্দ্রযান-৩ বড় সাফল্য পেয়েছে। আর এই সাফল্যে অবদান রয়েছে বহু বাঙালি থেকে বিভিন্ন রাজ্যের উঠতি গবেষকদের। মহাকাশ নিয়ে ঠিকমতো পড়াশোনা করলে যে অনেকদূর যাওয়া যাবে, তা এই মিশনেই স্পষ্ট। তাই এবার পিএইচডি কোর্স চালু করতে চলেছে আইআইটি কানপুর (IIT Kanpur)। আইআইটি কানপুরের মহাকাশ বিভাগের অধ্যাপক বিশ্বাস করেন যে, ISRO-র চন্দ্র মিশনে সাফল্যের প্রেক্ষিতে পিএইচডি নিয়ে ছাত্রদের মধ্যে কৌতূহল রয়েছে। তাই আগামী শিক্ষাবর্ষ থেকেই এই কোর্স চালু করার ভাবনা-চিন্তা করছে আইআইটি কানপুর।
আপনি কি শিখতে পারেন?
চন্দ্রযান মিশন-১, চন্দ্রযান মিশন-২ -এর সাফল্য এবং ব্যর্থতার পিছনে কারণগুলি কী এবং চন্দ্রযান-৩ মিশনের সময় আমাদের বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেছিলেন, এই সমস্ত তথ্য-সহ মহাকাশ, গ্রহ এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কিত তথ্য আইআইটি-র পিএইচডি কোর্সে থাকবে।
আইআইটি কানপুরের অধ্যাপকদের মতে, চন্দ্রযান বা মহাকাশ মিশনের ব্যাপারে ছাত্ররা জানতে আগ্রহী। কানপুর আইআইটি এক বছর আগে মহাকাশ, গ্রহ ও জ্যোতির্বিজ্ঞান বিভাগ শুরু করেছিল। এবার এই বিষয়েই এমটেক ও পিএইচডি চালু করছে।
অধ্যাপক অমিতেশ ওমর বলেন, এখন গবেষকরা চন্দ্রযান ছাড়াও মহাকাশ অভিযান নিয়ে গবেষণা করতে পারবেন। তিনি বলেন, মূল উদ্দেশ্য হল, মহাকাশের মিশন নিয়ে গবেষণা করা। মহাকাশ, চন্দ্রযান মিশনে আসা ডেটাও গবেষণায় ব্যবহার করা হবে, প্রযুক্তির পাশাপাশি বৈজ্ঞানিক- উভয় দিকই পিএইচডি কোর্সে অন্তর্ভুক্ত করা হবে।