কলকাতা: দেশের অন্যতম IIT হল খড়্গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবার খড়্গপুর আইআইটি (Kharagpur IIT)-তে নন ফ্যাকাল্টি একাধিক পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ অক্টোবর। কোন-কোন পদে নিয়োগ করা হবে এবং কী যোগ্যতা প্রয়োজন জানুন।
শূন্যপদ
খড়্গপুর আইআইটি-তে নন ফ্যাকাল্টির মোট ১৮২টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মেডিক্যাল অফিসার-সহ বিভিন্ন ক্ষেত্রের ইঞ্জিনিয়ারিংয়ের একাধিক পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মেডিক্যাল অফিসার পদের জন্য যেমন সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে, তেমনই বিভিন্ন ক্ষেত্রের ইঞ্জিনিয়ারিং পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in দেখুন।