কলকাতা: কলকাতা পুরনিগমে নার্স পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং বা জিএনএম কোর্স পাশ করা বাধ্যতামূলক। এই পদে কীভাবে আবেদন করতে হবে, কত বছর বয়স অবধি আবেদন করা যাবে, প্রতি মাসে কত বেতন দেওয়া হবে। সে সব উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
৪০ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নার্সিং পড়াশোনায় প্রাপ্ত নম্বরের উপর ৪০ মার্কস নির্ভর করছে। ইন্টারভিউতে রয়েছে ৬০ মার্কস। এই দুই মিলিয়ে ১০০ নম্বরের মধ্যে যে আবেদনকারী যত নম্বর পাবেন, তার উপর নির্ভর করে তৈরি হবে চূডান্ত তালিকা।
এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। ধর্মতলায় কলকাতা পুরনিগমের অফিসে পাঠাতে হবে আবেদনপত্র। ১৫ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। তা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আবেদনের জন্য মাত্র ৭ দিন সময় পাওয়া যাবে। মোট ৩৬ জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।