নয়া দিল্লি: উৎসবের মরশুমে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এই ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, ট্রেইনি ক্লার্ক সহ একাধিক শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এমএসসি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট mscbank.com- এ গিয়ে আবেদন করতে পারেন।
মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের তরফে জানানো হয়েছে, মোট ১৫৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১০ অক্টোবর থেকে এই শূন্য়পদে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই শূন্য়পদে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ অক্টোবর।
ট্রেনি জুনিয়র অফিসার- মোট ৪৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ট্রেনি ক্লার্ক- ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
স্টেনো টাইপিস্ট- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অনলাইন পরীক্ষা ও ব্য়ক্তিগত ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
ট্রেনি জুনিয়র অফিসার ও স্টেনো টাইপিস্ট পদে যারা আবেদন করবেন, তাদের ১৭৭০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। যারা ট্রেনি ক্লার্ক পদে আবেদন করবেন, তাদের ১১৮০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্য়াঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।