রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিম বর্ধমানে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য় জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম :
চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ পশ্চিম বর্ধমান (CMOH Paschim Bardhaman)
পদের নাম :
মেডিক্যাল অফিসার (Medical Officer) পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ :
২৪ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিয়োগস্থল :
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় করা হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা :
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) পাস করতে হবে।
বয়সসীমা :
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর হতে পারে। আর এই বয়সের হিসেব করা হবে ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী।
বেতন :
নিযুক্ত হলে মেডিক্যাল অফিসাররা মাস গেলে বেতন পাবেন ৬০ হাজার টাকা।
আবেদন ফি :
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণির প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ৫০ টাকা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি :
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধিত :
ইচ্ছুক প্রার্থী অনলাইনেই করতে পারেন আবেদন। আবেদপত্রের হার্ড কপি নিজের স্বাক্ষর দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
The CMOH & Member Secretary, Office of the CMOH, Kalyanpur Satellite Township, Asansol Paschim Bardhaman, Pin 713305
আবেদনের শেষ তারিখ :
আবেদন করার শেষ তারিখ ১৩ অক্টোবর
হার্ড কপি পাঠানোর শেষ দিন :
২০ অক্টোবর
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন