Medical Officer Recruitment : রাজ্যে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে, আবেদনের বাকি আর মাত্র দু’দিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 11, 2022 | 9:30 AM

Medical Officer Recruitment : রাজ্যে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর।

Medical Officer Recruitment : রাজ্যে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে, আবেদনের বাকি আর মাত্র দুদিন
প্রতীকী ছবি

Follow Us

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিম বর্ধমানে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য় জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম :

চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ পশ্চিম বর্ধমান (CMOH Paschim Bardhaman)

পদের নাম :

মেডিক্যাল অফিসার (Medical Officer) পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ :

২৪ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

নিয়োগস্থল :

পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় করা হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা :

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) পাস করতে হবে।

বয়সসীমা :

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর হতে পারে। আর এই বয়সের হিসেব করা হবে ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী।

বেতন :

নিযুক্ত হলে মেডিক্যাল অফিসাররা মাস গেলে বেতন পাবেন ৬০ হাজার টাকা।

আবেদন ফি :

অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণির প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ৫০ টাকা দিতে হবে।

নির্বাচন পদ্ধতি :

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধিত :

ইচ্ছুক প্রার্থী অনলাইনেই করতে পারেন আবেদন। আবেদপত্রের হার্ড কপি নিজের স্বাক্ষর দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

The CMOH & Member Secretary, Office of the CMOH, Kalyanpur Satellite Township, Asansol Paschim Bardhaman, Pin 713305

আবেদনের শেষ তারিখ :

আবেদন করার শেষ তারিখ ১৩ অক্টোবর

হার্ড কপি পাঠানোর শেষ দিন :

২০ অক্টোবর

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

Next Article