নয়া দিল্লি: চাকরির বাজারে মাঝে মন্দা দেখা দিলেও, ধীরে ধীরে ফের তৈরি হচ্ছে কর্ম সংস্থানের সুযোগ। সরকারি-বেসরকারি একাধিক ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে বিপুল সংখ্যক কর্মী। আপনিও যদি সরকারি চাকরির খোঁজে হন্যে হয়ে ঘোরেন, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরে এবার শুরু হল কর্মী নিয়োগ। প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, আর্মি ওর্ডিন্যান্স কর্পসে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মেটিরিয়াল অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে আর্মি অর্ডিন্যান্স কর্পসে মেটিরিয়াল অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা আর্মি অর্ডিন্যান্স কর্পস বা এওসির অফিশিয়াল সাইট aocrecruitment.gov.in- এ গিয়ে বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে পারেন। নির্দেশিকা প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন জানাতে হবে।
আর্মি অর্ডিন্যান্স কর্পসের তরফে জানানো হয়েছে মোট ৪১৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। মেটিরিয়াল অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে।
আবেদনকারীর কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেটিরিয়াল ম্যানেজমেন্টে স্নাতক বা ডিপ্লোমা থাকতে হবে। স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনও শাখায় ডিপ্লোমা থাকলেও, এই শূন্যপদে আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীদের নিয়োগ পরীক্ষায় বসতে হবে। অনলাইনে আবেদন যাচাই ও স্ক্রুটিনির পর প্রার্থী বাছাই করা হবে এবং পরবর্তী ধাপে ইন্টারভিউ ও নিয়োগের জন্য ডাকা হবে।
এই শূন্যপদে কেবল অনলাইন মাধ্যমেই আবেদন করা যাবে। বাধ্যতামূলকভাবে মোবাইলে ওটিপি বা ইমেইল আইডির মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের পর এই আবেদপত্র পাঠানো যাবে। বিস্তারিত তথ্য জানতে আর্মি অর্ডিন্যান্স কর্পস বা এওসির অফিশিয়াল সাইট aocrecruitment.gov.in- এ গিয়ে লগ ইন করতে হবে।