NABARD Recruitment 2022: ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরি খুঁজছেন? ২১টি খালিপদ, এক্ষুনি আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 16, 2022 | 7:30 AM

NABARD Recruitment 2022: কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের অধিনস্থ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড (NABARD)-এর ২১টি বিভিন্ন বিশেষজ্ঞ আধিকারিকের শূন্যপদে নিয়োগ করার জন্য আবেদনপত্র চাওয়া হল। জানুন বিস্তারিত।

NABARD Recruitment 2022: ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরি খুঁজছেন? ২১টি খালিপদ, এক্ষুনি আবেদন করুন
নাবার্ডে চলছে নিয়োগ প্রক্রিয়া

Follow Us

মুম্বই: স্থায়ী চাকরি হিসাবে অধিকাংশেরই পছন্দ সরকারি চাকরি। এবার তারই দুর্দান্ত সুযোগ নিয়ে এল কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের অধিনস্থ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড (NABARD)। নাবার্ড (NABARD)-এর বিভিন্ন বিশেষজ্ঞ আধিকারিকের শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এর জন্য উপযুক্ত ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছে সংস্থা।

চাকরির বিবরণ

মুম্বই-এ অবস্থিত নাবার্ডের সদর দফতরে চুক্তির ভিত্তিক চাকরি।

শূন্যপদের বিবরণ

চিফ টেকনোলজি অফিসার: ১টি

সিনিয়র এন্টারপ্রাইজ আর্কিটেক্ট: ১টি

সলিউশন আর্কিটেক্ট (সফটওয়্যার): ১টি

ডাটাবেস অ্যানালিস্ট-কাম-ডিজাইনার: ১টি

ইউআই/ইউএক্স ডিজাইনার এবং ডেভেলপার: ১টি

সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (ফুল স্ট্যাক জাভা): ২টি

সফটওয়্যার ইঞ্জিনিয়ার (ফুল স্ট্যাক জাভা): ২টি

বিজনেস ইন্টেলিজেন্স রিপোর্ট ডেভেলপার: ১টি

কিউএ ইঞ্জিনিয়ার: ১টি

ডেটা ডিজাইনার: ১টি

বিআই ডিজাইনার: ১টি

বিজনেস অ্যানালাইজার: ২টি

অ্য়াপ্লিকেশন অ্যানালাইজার: ২টি

ইটিএল ডেভেলপার: ২টি

পাওয়ার বিআই ডেভেলপার: ২টি

যোগ্যতার বিবরণ

উপরে উল্লেখ করা শূন্যপদগুলির জন্য প্রার্থীদের বিই (BE)/ বিটেক (B.Tech) অথবা এমটেক (M.Tech) ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পদের জন্য বিস্তারিত যোগ্যতামান জানার জন্য ক্লিক করুন।

বয়স সীমা

২০২২ সালের ১ জুন অনুযায়ী ৬২ বছর হল এই পদগুলিতে নিয়োগ পাওয়ার সর্বোচ্চ বয়স সীমা।

বেতন

চিফ টেকনোলজি অফিসার: ৪৫,০০০ টাকা

সিনিয়র এন্টারপ্রাইজ আর্কিটেক্ট: ৩০,০০০ টাকা

সলিউশন আর্কিটেক্ট: ২৫,০০০ টাকা

ডেটাবেস অ্যানালিস্ট-কাম-ডিজাইনার ১৫,০০০০ টাকা

ইউআই/ইউএক্স ডিজাইনার অ্যান্ড ডেভেলপার: ২০,০০০ টাকা

সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (ফুল স্ট্যাক জাভা) ১৫,০০০ টাকা

সফটওয়্যার ইঞ্জিনিয়ার (ফুল স্ট্যাক জাভা) ১০,০০০ টাকা

আবেদনের মূল্য

নাবার্ডের বিশেষজ্ঞ আধিকারিক নিয়োগের আবেদন করতে খরচ হবে ৮০০ টাকা। এর মধ্যে আবেদন মূল্য ৭৫০ টাকা আর ৫০ টাকা হল ইনটিমেশন চার্জ। এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের অবশ্য শুধু ৫০ টাকা ইন্টিমেশন চার্জ দিলেই হবে। আবেদনের মূল্য লাগবে না।

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। অফলাইনে আবেদনের উপায় নেই। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নাবার্ডের অফিসিয়াল ওয়েবসাইট -www.nabard.org-এ গিয়ে আবেদন করতে পারেন। সরাসরি আবেদন করতে ক্লিক করুন এই লিঙ্কে।

আবেদন প্রক্রিয়া শুরু

১৪ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ তারিখ

৩০ জুন মধ্যরাত পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া খোলা থাকবে।

Next Article