ITBP Recruitment 2022: আইটিবিপিতে অফিসার পদে নতুন করে নিয়োগ, অনলাইনে আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 29, 2022 | 9:30 AM

Recruitment 2022: আইটিবিপিতে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (ট্রান্সপোর্ট) গ্রুপ এ পদে নিয়োগ করা হবে।

ITBP Recruitment 2022: আইটিবিপিতে অফিসার পদে নতুন করে নিয়োগ, অনলাইনে আবেদন করুন
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: আইটিবিপিতে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (ট্রান্সপোর্ট) গ্রুপ এ পদে নিয়োগ করা হবে। ৯ সেপ্টেম্বর ২০২২ অবধি আবেদন করা যাবে। আইটিবিপির সরকারি ওয়েবসাইট itbpolice.nic.in. থেকে এই পদে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সব মিলিয়ে মোট ১১টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাবতীয় বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদনকারীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ হতে হবে এবং অন্যতম বিষয় হিসেবে অটোমোবাইল পড়ে থাকতে হবে। অটোমোবাইল নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশরা এই পদে আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন ফি: সাধারণ, ওবিসি এবং ইডাব্লুএসদের জন্য ৪০০ টাকা আবেদন ফি। অন্যান্য সংরক্ষিতদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি: শারীরিক সক্ষমতা, শারীরিক মাপ জোক, লিখিত পরীক্ষা ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Next Article