কলকাতা: বর্তমান বাজারে চাকরির আকালের কারণে বিস্তর সমস্যার মুখোমুখি চাকরি প্রার্থীরা। করোনা পরবর্তী সময়ে অনেকেই নিজের চাকরি হারিয়েছেন। চাকরির বাজার অনেকটাই নিম্নমুখী। অনেক চাকরি প্রার্থী সরকারি চাকরির প্রস্তুতি নিলেও সঠিক সময়ে নিয়োগ না হওয়ার বিস্তর অভাব অভিযোগ উঠেছে। যেসব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে সম্মানজনক চাকরির খোঁজ করছিলেন, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারে অধীনস্থ এই সংস্থার তরফে উচ্চ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এনএইচএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট nhai.gov.in থেকে এই ম্যানেজেরিয়াল পদগুলির জন্য আবেদন করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে কেন্দ্রীয় সংস্থায় মোট ৭ টি শূন্যপদ রয়েছে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ৬ জুন, ২০২২। তবে জুন মাসের ২০ তারিখ অবধি সংস্থার ওয়েবসাইট থেকে আবেদনপত্রের প্রিন্ট আউট বের করা যাবে। বিস্তারিত জেনে নিন….
কোন কোন পদে নিয়োগ হবে?
জেনারেল ম্যানেজার- শূন্যপদ ২ টি
ডেপুটি জেনারেল ম্যানেজার- শূন্যপদ ৪ টি
ম্যানেজার- শূন্যপদ ১ টি
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলির জন্য যেসব আবেদন প্রার্থীরা আবেদন করবেন, তারা ন্যাশানাল হাইওয়ের অথোরিটি অব ইন্ডিয়ার বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন। বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
কোথায় আবেদন করবেন?
জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে..
DGM (HR & Admn)-IA National Highways Authority of India Plot No.G5-&6, Sector-10, Dwarka, New Delhi-110075
ম্যানেজার পদে আবেদনের জন্য এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন, DGM (HR & Admn)-IB National Highways Authority of India Plot No.G5-&6, Sector-10, Dwarka, New Delhi-110075.