ONGC Recruitment 2023 : দশম বা দ্বাদশ পাশ হলেই ওএনজিসি-তে চাকরি, শীঘ্রই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 05, 2023 | 12:10 AM

ONGC: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক বেতন ৯০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ৮০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের ৭০০০ টাকা বেতন ধার্য হয়েছে।

ONGC Recruitment 2023 : দশম বা দ্বাদশ পাশ হলেই ওএনজিসি-তে চাকরি, শীঘ্রই আবেদন করুন
অয়েল ন্যাচরাল গ্যাস কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ।

Follow Us

নয়া দিল্লি: দশম বা দ্বাদশ উত্তীর্ণ বা স্নাতক পাশ হলেই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে (ONGC) চাকরি পেতে পারেন। সম্প্রতি সংস্থার তরফে এমনই এক বিজ্ঞপ্তি জারি করে ২৫০০ কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। মূলত, অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর, ২০২৩। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

শূন্যপদের সংখ্যা

ONGCL-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৫০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে ডেটা এন্ট্রি অপারেটার, স্টেনোগ্রাফার, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ থেকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ফায়ার সেফটি টেকনিশিয়ান-সহ বিভিন্ন পদ রয়েছে।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য যে কোনও বিভাগে স্নাতক অথবা বি-টেক ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস প্রার্থীদের নির্দিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। আর
ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য দশম বা দ্বাদশ পাশ এবং আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকলেই চলবে।

বেতন

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক বেতন ৯০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ৮০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের ৭০০০ টাকা বেতন ধার্য হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া

মূলত, প্রার্থীদের মেধার ভিত্তিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। একই নম্বরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সের বিচারে নিয়োগ করা হবে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট ongcindia.com দেখতে পারেন।

Next Article