Professor Recruitment 2022: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ, প্রচুর টাকা বেতন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 12, 2022 | 8:00 AM

Assistant Professor: প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে।

Professor Recruitment 2022: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ, প্রচুর টাকা বেতন
প্রতীকী ছবি

Follow Us

রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ২২টি শূন্যপদ রয়েছে। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ৩০ নভেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে। রাজ্যে যে কোনও জেলার নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবদেন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ একাধিক তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

কোন কোন বিষয়ের জন্য নিয়োগ

বাংলা, কমার্স, এডুকেশন, ইংরেজি, হিন্দি, ইতিহাস, অঙ্ক, সংস্কৃত, বোটানি সহ বিভিন্ন বিষয়ে হবে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

১) প্রফেসর: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকার পাশাপাশি ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২) অ্যাসোসিয়েট প্রফেসর: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকার পাশাপাশি ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাস করতে হবে। এর পাশাপাশি ইউজিসি বা সিআইএসআর নেট পাস করা থাকতে হবে।

বয়স

আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৫৭,৭০০ থেকে ১,৩১,৪০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুকরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকা বাধ্যতামূলক। এর সঙ্গে যাবতীয় নথি স্ক্যান করা থাকতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article