Police Constable Recruitment 2023: অষ্টম ও দশম পাশেই পুলিশে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 24, 2023 | 5:37 AM

Recruitment 2023: মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণি পাশ করলেই পুলিশের চাকরির (Police Job) জন্য আবেদন করতে পারবেন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Police Constable Recruitment 2023: অষ্টম ও দশম পাশেই পুলিশে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণি পাশ করলেই পুলিশের চাকরির (Police Job) জন্য আবেদন করতে পারবেন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মধ্যপ্রদেশ পুলিশে নিয়োগ হবে। আগামী ২৬ জুন, ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ ১০ জুলাই, ২০২৩। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট esb.mp.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন।

মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড দ্বারা কনস্টেবল পদে নিয়োগ করা হবে। মধ্যপ্রদেশ পুলিশে কনস্টেবলের মোট ৭০৯০টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে কনস্টেবল জিডি বিশেষ সশস্ত্র বাহিনীর ২৬৪৬টি এবং কনস্টেবল জিডি ৪৪৪৪টি পদে নিয়োগ হবে। এছাড়া রেডিও অপারেটরের ৩২১টি পদ পূরণ করা হবে।

কারা আবেদন করতে পারেন?

কনস্টেবল জিডি-র জন্য জেনারেল প্রার্থীদের দশম পাশ হওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, ST ক্যাটেগরির জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অষ্টম পাস। কনস্টেবল রেডিও অপারেটর পদের জন্য প্রার্থীদের দ্বাদশ পাশ হওয়া বাধ্যতামূলক।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ১০ জুলাই, ২০২৩ থেকে গণনা করা হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমাতেও ছাড় দেওয়া হয়েছে। প্রার্থীরা বিভাগ অনুযায়ী বয়সসীমা এবং আরও তথ্যের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।

নির্বাচন কীভাবে হবে?

প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্রযুক্তিগত পরীক্ষা এবং PET-এর মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার প্যাটার্ন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

কীভাবে আবেদন করবেন?

১)প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট esb.mp.gov.in-এ যান।
২) হোম পেজে দেওয়া মধ্যপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩ আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
৩) রেজিস্ট্রেশন করুন এবং আবেদন প্রক্রিয়া শুরু করুন।
৪) অনলাইনে আবেদন ফি জমা করুন এবং আবেদনপত্রটি জমা দিন।

Next Article