কর্মসংস্থানের এই আকালের বাজারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেকার যুবক-যুবতীদের কাছে আশীর্বাদের মতো। কর্মসংস্থানের সুযোগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস। ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে পারেন। টেকনিক্যাল সুপাভাইজার পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সার্কেলে নিয়োগ করা হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা সহ অন্যান্য তথ্যগুলি দেখে নিন…
শিক্ষাগত যোগ্যতা: কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: নির্বাচিত প্রার্থীরা ৭ম বেতন কমিশন অনুযায়ী ৩৫,৪০০ থেকে ১১২৪০০ টাকা বেতন পাবেন।
বয়সসীমা: আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতি: প্রতিযোগিতামূলক ট্রেড টেস্টের মাধ্যমে আবেদনকারীর বেছে নেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময়ে দেওয়া তথ্য ভুল বলে প্রমাণিত আবেদনপত্র খারিজ বলে ধর নেওয়া হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে ক্লিক করুন।